AD

জন্ডিস এর লক্ষন, এবং করনীয়

কি করে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে । যদি জন্ডিস হয় তাহলে কি করবেন আপনে ।
রক্তে বিলিরুবিন এর মাত্রা বেড়ে গিয়ে চোখ, প্রস্রাব এবং গায়ের রং হলুদ হলে মানব শরীরে জন্ডিস রোগের উপস্থিতি প্রকাশ পায়।

প্রধান কারণ :

  • লিভার প্রবাহ, যেমন- ভাইরাসজনিত হেপাটাইটিস, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া জনিত হেপাটাইটিস এবং এলকোহল জনিত হেপাটাইটিস।
  • জন্মগত ত্রুটি জনিত জন্ডিস।
  • নবজাতকের জন্ডিস
  • লোহিত কনিকা অতিরিক্ত ভাঙ্গার কারণে জন্ডিস।
  • পিত্তনালীতে বাঁধাজনিত জন্ডিস।

শরীরে লক্ষ্যনীয় উপসর্গ
  • চোখের সাদা অংশ, মুখের গহবর এর ভিতরে আবরন এবং চামড়া হলুদ বর্ণ ধারন করে।
  • প্রস্রাব গাঢ় হলুদ হয়।
  • পায়খানার রং কিছুটা সাদা এবং কাদার মতো হওয়া।
  • পেটে ব্যথা, বমি ভাব, ফ্লু এর মত জ্বর হওয়া।
  • রক্ত বমি / রক্ত পায়খানা হওয়া
  • চমড়ায় চুলকানি হওয়া
  • মানসিক বিভ্রান্তি বা কোমা হওয়া
  • পেটে পানি জমা

জন্ডিসের উপস্থিতি নিশ্চিত করণ
  • রোগের ইতিহাস
  • রোগীর শারীরিক পরীক্ষা
  • ল্যাবরেটরী পরীক্ষা যেমন-
  • সিরাম বিলরুবিন
  • লিভার এনজাইম
  • প্রথোমবিন আল্ট্রাসাউন্ড
  • ক্ষেত্র বিশেষে লিভার বায়োপসি করা
  • হেপাটাইটিস ভাইরাস গুলোর যৌক্তিক পরীক্ষা
  • পায়খানা ও প্রস্রাব এর পরীক্ষা।
প্রাথমিক করণীয়
  • জন্ডিসের লক্ষণ দেখা মাত্র, ডাক্তারের পরামর্শ নেওয়া।
  • পরিমান মত পানি গ্রহণ করা
  • স্বাভাবিক খাবার গ্রহণ করা
  • চলাফেরা স্বাভাবিক রাখা
দেশে জন্ডিসের চিকিসার ব্যবস্থা
  • ভাইরাস জনিত (হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’) এর চিকিৎসা আমাদের দেশে হয়।
  • বাঁধাজনিত জন্ডিসের ইন্টাভেন্সন ও সার্জারী বাংলাদেশেই করার ব্যবস্থা রয়েছে।
Share on Google Plus

About Nerob Tuner

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment