AD

জেনে নিন লেখক হওয়ার মূলমন্ত্র

লেখালেখিটা এক ধরণের আর্ট। এটাকে শিখতে হয়। বেশি বেশি পড়তে হয়। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর বিভিন্ন বই থেকে জানা যায় যে, তিনি বেশ পড়তেন। সব ভালো ভালো লেখকেরা ভালো লেখক কেন জানেন? কারণ, ওনারা বেশি বেশি পড়েন। লেখক হতে হলে, আগে হতে হবে পাঠক। তারপর নিজস্ব ভাব লেখার মাধ্যমে গুছিয়ে উপস্থাপন এর মাধ্যমে হয়ে উঠতে পারবেন একজন লেখক।

লেখালেখিটা শিখতে গেলে পড়তে হয় প্রচুর। ইন্টারনেট ঘাঁটলে লেখালেখির উপর হরেক রকমের লেখা পাবেন। সেগুলো পড়লেও শিখতে পারবেন লেখালেখির অনেককিছু। তাছাড়া, যে বিষয়ে লিখবেন সে বিষয়ের উপরও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রেও আপনাকে পড়তে হবে। মোটকথা, ভালোমানের লেখক হবার জন্য পড়ার কোন বিকল্প নেই।

লেখালেখিটা শিখতে গেলে পড়তে হয় প্রচুর। ইন্টারনেট ঘাঁটলে লেখালেখির উপর হরেক রকমের লেখা পাবেন। সেগুলো পড়লেও শিখতে পারবেন লেখালেখির অনেককিছু। তাছাড়া, যে বিষয়ে লিখবেন সে বিষয়ের উপরও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রেও আপনাকে পড়তে হবে। মোটকথা, ভালোমানের লেখক হবার জন্য পড়ার কোন বিকল্প নেই।
লেখালেখি শেখার ক্ষেত্রে নিম্মল্লেখিত ব্লগগুলো নিয়মিত পড়তে পারেন...They are really awesome!
http://writetodone.com/
http://www.copyblogger.com/seo-copywriting/
http://goinswriter.com/
http://positivewriter.com/
http://www.writingforward.com/


উপরে উল্লেখিত ব্লগগুলোতে লেখালেখির উপর নানা ধরণের টিপ সম্বলিত নিয়মিত লেখা পাবেন যেগুলো পড়তে পড়তে এবং যদি প্র্যাকটিস সেশন থাকে তবে প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন, আপনি লেখালেখির উপর বেশ দক্ষতা অর্জন করে ফেলেছেন। আর আপনার আমার সবার মামা... গুগোল মামা তো রয়েছেনই। লিখতে গিয়ে যেসব ফ্যাক্টর আপানার সামনে আসছে কিন্তু আপনি থিক বুজতে পারছেন না... দুশ্চিন্তা না করে ঝটপট গুগোলকে জিজ্ঞাসা করে ফেলুন।
আরেকটি ব্যাপার আপনাকে পড়তে পড়তেই ঠিক করে নিতে হবে। অর্থাৎ আপনি পড়তে পড়তেই ওই ব্যাপারটার অনেকাংশই ঠিক করে নিতে পারবেন। আর সেটা হল আপনার ভাষাগত দক্ষতা। আপনি যখন কোন লিখা পরবেন, তখন সে লেখার নতুন নতুন শব্দগুলো আয়ত্তে আনতে পারলে, আপনি নতুন কিছু শব্দের অর্থ শিখলেন। আর, লেখকের গ্রামার যদি লক্ষ করেন, তবে গ্রামার এর কিছু প্রয়োগ ও শিখতে পারবেন। তবে, গ্রামারা না হোক, অন্তত নতুন শব্দ আসলে, তার অর্থ বের করে শিখে ফেলুন। কেননা, যত বেশি শিখে নিবেন শব্দ, তত বেশি ওই ভাষাকে করতে পারবেন জব্দ!!!
আপনি যখন পড়বেন, তখন পাশে একটি খাতা ও কলম রাখবেন। যখনি নতুন কোন শব্দ পাচ্ছেন, যার অর্থ আপনি জানেন না, সেটি খাতায় লিখে ফেলুন। আর, বর্তমানে তো মোটামুটি সবাই এনড্রয়েড সেট ব্যবহার করেন। তো আপনি যদি করে থাকেন, আপনার এনড্রয়েড সেট এ একটি ডিকশনারি এপ্স ইন্সটল করে নিন। ফলে, নতুন শব্দ পাওয়ার সাথে সাথে সেটার অর্থ আপনি চটপট বের করে ফেলতে পারবেন। আর অর্থ টা বের করেই খাতায় লিখে ফেলুন এবং আপনি যে বাক্যটি আপনার স্ক্রিনে পড়ছেন, সেটির এই নতুন শব্দটির অর্থ জানার পর আবার মিলিয়ে পড়ুন। এভাবে ধিরে ধিরে এগুতে থাকুন। সপ্তাহে একবার খাতায় যেসব নতুন শব্দ এর লিস্ট থাকবে সব গুলো রিভিশন দিন। মাস শেষে দিন পুরো মাসে পড়ার ফলে যেসব নতুন নতুন শব্দ আসছে সেগুলোর রিভিশন। মনে রাখবেন, ধিরে ধিরে এভাবে আপনি এগুতে থাকলে, একদিকে আপনি নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জন করছেন। অন্যদিকে, কোন ভাষার উপর দক্ষতা অর্জন করছেন।
আসলে, লিখতে গেলে জানতে হয় প্রচুর। আর এই ক্ষেত্রে জানার সবচেয়ে উত্তম উপায় হল পড়া। তাই, লেখক হতে হলে আপনাকে পড়তে হবে প্রচুর। আবার অন্যদিকে, প্রচুর জানা থাকলেও যদি ভাষাগত দক্ষতা না থাকে, তবে কোন মানুষই সে ভাষায় নিজস্ব চিন্তাধারা, ভাব ইত্যাদি সুন্দর করে প্রকাশ করতে পারেন না। তাই, ভাষাগত দক্ষতা ও অর্জন করতে হবে। আর এই ক্ষেত্রে, শুধু গ্রামার শিখাই গুরুত্তপূর্ণ নয়, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চালিয়ে যান... আর হয়ে উঠুন একজন দক্ষ পাঠক। কেননা, লেখক হবার আগে আপনাকে একজন ভালো মানের পাঠক হতে হবে যে...!

সূত্রঃ ইন্টারনেট



Share on Google Plus

About Nerob Tuner

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment