AD

করাপ্ট রেজিস্ট্রির সমাধান নিন



কম্পিউটার যারা চালাচ্ছেন,মাথা ব্যথার মতই মাঝে মাঝে পিসিতে একটা রোগ দেখা দেয়।সমস্যার নাম করাপ্ট রেজিস্ট্রি!কোন সফটওয়্যার বা কোন ড্রাইভার ইন্সটলেশনের সময় কম্পিউটারে পাওয়ার সাপ্লাই কমে যায়,হার্ডডিস্ক ড্রাইভ স্বল্প সময়ের জন্য হলেও কার্যক্ষমতা হারায়। ফলাফল ? কম্পিউটার রিস্টার্ট !
(হয়তো এইবার লাফিয়ে উঠেছেন,হ্যা হ্যা আমার হয় আমার হয় বলে!)তারপর এইটা করেন সেইটা করেন,৫-৬ ঘন্টা কোন সমস্যা ছাড়াই কম্পিউটার চলে। তারপর যেই লাউ,সেই কদু ! ইচ্ছে করে নিজের মাথার চুল ছিড়ি । :P

আসুন এই সমস্যার ঝটপট সমাধান করি ।

 ডাউনলোড লিংক ৩২ বিট
 
ডাউনলোড লিংক ৬৪ বিট

ডাউনলোডেড ফাইলটি আনজিপ করুন,সেটআপ ফাইল পেয়ে যাবেন।এইবার উইন্ডোজ সেভেন রান করান।দেখুন বামপাশে ইনফরমেশন,অপটিমাইজেশনসহ আরো অনেক টুলস আছে।নিচের চিত্রটি লক্ষ্য করুন।


ক্লিনার অপশনটি সিলেক্ট করুন।বেশকিছু সাবমেনু পাবেন,তারমধ্যে রেজিস্ট্রি ক্লিনার সিলেক্ট করুন।রেজিস্ট্রি ক্লিনার সিলেক্ট করার পর যে ডায়ালগ বক্সটি ওপেন হবে,ডায়ালগ বক্সের বামপাশে রেজিস্ট্রি এন্ট্রিজ পাবেন।নিচের চিত্রটি লক্ষ্য করুন।



সবগুলো অপশনে টিক চিহ্ন দেওয়া আছে কী না দেখে নিন।এরপর ডায়ালগ বক্সের উপরে বামপাশে লক্ষ্য করুন,স্ক্যান রেজিস্ট্রি নামের একটি অপশন পাবেন।ক্লিক করুন।শুরু হয়ে যাবে রেজিস্ট্রি স্ক্যান।


কিছুক্ষন অপেক্ষা করুন,উইন্ডোজ সেভেন ম্যানেজার রেজিস্ট্রি এরর সংখ্যা বের করে দেবে।


এবার ডায়ালগ বক্সের উপরে লক্ষ্য করুন,ডিলিট বাটন পেয়ে যাবেন।


ডিলিট বাটনের ঠিক পাশেই পাবেন ব্যাকআপ রেজিস্ট্রি বাটন।যদি রেজিস্ট্রি ব্যাকআপ রাখতে চান তাহলে ব্যাকআপ রেজিস্ট্রি বাটনে ক্লিক করুন।অবশ্য ডিলিট বাটনে ক্লিক করলেও আপনাকে রেজিস্ট্রি ব্যাকআপের কথা বলবে।ইয়েস করুন।


রেজিস্ট্রি ব্যাকআপ সম্পন্ন হয়ে গেলে আপনি তা দেখতে পারবেন।দেখতে চাইলে ইয়েস বাটনে ক্লিক করুন,না দেখতে চাইলে নো বাটনে ক্লিক করুন।


নো বাটনে ক্লিক করলে সকল ধরনের এরর এবং ফলস এন্ট্রি ডিলিট হয়ে যাবে।


এবং আপনি রেজিস্ট্রি ক্লিনার ডায়ালগ বক্সে আবার ফিরে যাবেন।এইবার লক্ষ্য করে দেখুন,ডায়ালগ বক্সের ডানপাশের লগ খালি!হয়ে গেল করাপ্ট রেজিস্ট্রর সমাধান।আরও কিছু কথা বলার বিশেষ প্রয়োজন মনে করছি।আপনার উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের জন্য আরও অনেক অনেক কারণে উইন্ডোজ সেভেন ম্যানেজার প্রয়োজনীয়।

 
৩২ বা ৬৪ বিট অনুযায়ী উপরের ডাউনলোড লিংক থেকে নামিয়ে নিন উইন্ডোজ সেভেন ম্যানেজার আর সেই সাথে রথ দেখা ও কলা বেচার আনন্দ উপভোগ করুন।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।
Share on Google Plus

About Nerob Tuner

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment