AD

আউটসোর্সিংয়ে আমাদের ( বাংলাদেশ ) সাফল্য:

রযুক্তির প্রসারতায় মানুষের কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে । এ কাজে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে ইন্টানেট , যার কল্যানে আপনি ঘরে বসেই সমাধান করতে পারেন বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানের যেকোন কাজ । এখন ইন্টরনেটে আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্র অনেক বড় । একটি প্রতিষ্ঠান তার কোনো একটি কাজ অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করলে তাকে আউটসোর্সিং বলে ।
আউটসোর্সিংয়ে আমাদের ( বাংলাদেশ ) সাফল্য:
আন্তরর্জাতিক এক জরিপে দেখা গেছে, মুক্ত পেশাজীবীদের কাজের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুথ । নানা ধরনের প্রতিবনন্ধকতা এড়িয়ে বাংলাদেশের তরুণরা করে যাচ্ছে আউটসোর্সিংয়ের কাজ । আউটসোসিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ওডেস্ক করপারেশনের এক জরিপে সবচেয়ে বেশি আউটসোর্সিং কাজ করা সেরা ১০টি শহরের নামের মধ্যে ঢাকার নাম একটি । এ ব্যাপারটি আমাদের জন্য উৎসাহজনক । এতে করে যেমন আন্তর্জাতিক মানের কাজ শেখা যাচ্ছে , তেমনি এ খাতে দেশেরও পরিচিতি বাড়ছে ।

ইন্টারনেটে বড় কাজেরক্ষত্র :
আউটসোর্সিং বিশ্বের অনেক দেশেই মুক্ত পেশাজীবীদের কাছে একটি জনপ্রিয় কাজেরক্ষেত্র । এ ক্ষেত্রে কাজের ধরন নির্ধারণের স্বধীনতা যেমন আছে তেমনি নিজের মতো কাজ করার সুযোগও আছে । মুক্ত পেশাজীবী হচ্ছেন একজন ব্যাক্তি , যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করে থাকেন । আউটসোর্সিংয়ের কাজগুলোর মধ্যে রয়েছে:-
  • ওয়েবসাইট তৈরি ।
  • ত্রিমাত্রিক এনিমেশন ।
  • ছবি ইডিটিং ।
  • ডাটা এন্ট্রি ।
  • বিভিন্ন বিষয়ে ফিচার লেখা ।
  • ইত্যাদি
আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বঢ় সুবিধা হচ্ছে এ কাজটি এককভাবে করা যায় আবার প্রাতিষ্ঠানিক ভাবেও করা সম্ভব ।
আপনিও হতে পারেন সফল একজন :-
মনেরাখবেন প্রাথমিক অবস্থায় অনলাইনে কাজ পাওয়া সহজ নয় । এর জন্যে প্রয়োজন
  • প্রবল আগ্রহ ।
  • পরিশ্রম করার মন।
  • আত্নবিশ্বাসী ।
  • প্রত্যয়ী ।
  • তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভাল ধারণা ।
  • সততা ।
আউটসোর্সিংয়ের ধারনাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল মুক্ত পেশাজীবী
ODESK
Share on Google Plus

About Nerob Tuner

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment