সার্চ জায়ান্ট গুগল সম্প্রতি কিনে নিয়েছে মটোরোলা মবিলিটিকে। সেই লেনদেন প্রক্রিয়ার সপ্তাহ না পেরোতেই মটোরোলা নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। জানা গেছে, মটোরোলার নতুন এ স্মার্টফোনটির নাম হবে ডিফে প্লাস’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিফে প্লাস স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাহার্জ ক্ষমতার প্রসেসর যা মটোরোলার অন্যান্য ডিভাইসের তুলনায় ২৫ গুণ দ্রুতগতিতে কাজ করতে পারে। এতে রয়েছে বড়ো আকারের ব্যাটারি যা মোবাইল ফোনকে অনেক বেশি সময় চলতে সাহায্য করবে।
ডিফে প্লাসে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম। এ ছাড়াও এতে রয়েছে ৩.৭ ইঞ্চি মাপের গরিলা গ্লাসে তৈরি স্ক্রিন, অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষদিকে এশিয়ার বাজারেই প্রথম আসবে ডিফে প্লাস। অবশ্য এ ফোনটির দাম কতো হবে সে বিষয়ে এখনো জানায়নি মটোরোলা বা গুগলের কেউই।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিফে প্লাস স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাহার্জ ক্ষমতার প্রসেসর যা মটোরোলার অন্যান্য ডিভাইসের তুলনায় ২৫ গুণ দ্রুতগতিতে কাজ করতে পারে। এতে রয়েছে বড়ো আকারের ব্যাটারি যা মোবাইল ফোনকে অনেক বেশি সময় চলতে সাহায্য করবে।
ডিফে প্লাসে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম। এ ছাড়াও এতে রয়েছে ৩.৭ ইঞ্চি মাপের গরিলা গ্লাসে তৈরি স্ক্রিন, অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষদিকে এশিয়ার বাজারেই প্রথম আসবে ডিফে প্লাস। অবশ্য এ ফোনটির দাম কতো হবে সে বিষয়ে এখনো জানায়নি মটোরোলা বা গুগলের কেউই।
0 comments:
Post a Comment