AD

এবারে স্যামসাং এর 'গ্যালাক্সি আর'

ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে নতুন একটি মডেল যুক্ত করেছে। ‘গ্যালাক্সি আর’ নামের নতুন এ ডিভাইসটিকে স্যামসাং কর্তৃপক্ষ স্যামসাং গ্যালাক্সি এস টু-এর কমদামী সংস্করণ বলছে। খবর  এনগ্যাজেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হার্ডওয়্যার-এর দিক বিবেচনায় স্যামসাং গ্যালাক্সি এস টু এবং স্যামসাং গ্যালাক্সি আর মধ্যে কোনো পার্থক্য নেই।

জানা গেছে, জুলাই মাস থেকেই সুইডেনের বাজারে ‘গ্যালাক্সি আর’ পাওয়া যাচ্ছে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়া এবং ইউরোপের বাজারেও এটি দ্রুতই আসবে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ‘গ্যালাক্সি আর’ স্মার্টফোনটিতে রয়েছে ৪.১৯ ইঞ্চি মাপের সুপার ক্লিয়ার এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাহার্জ ডুয়াল কোর এনভিডিয়া টেগ্রা ২ প্রসেসর, ৮ গিগাবাইট অনবোর্ড মেমোরি এবং মাইক্রোএসডি কার্ড স্লট।

এ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড  অপারেটিং সিস্টেম।

জানা গেছে, এ স্মার্টফোনটি এখন সুইডেনের বাজারে ৬০০ ডলারে বিক্রি হচ্ছে।
Share on Google Plus

About খালেদ সাইফুল্লাহ নীরব

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment