
শুটিং ভক্ত গেমারদের জন্য সুখবর নিয়ে আসছে গেম নির্মাতা এবং প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট। শিগগিরিই ‘শুট মেনি রোবটস’ নামে নতুন একটি কম্পিউটার গেম বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনএন-এর।
জানা গেছে, ২০১২ সাল নাগাদ বাজারে আসবে গেমটি। এটি এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ এবং কম্পিউটারে ডাউনলোড করে খেলা যাবে।
পিসি গেম তৈরি বিষয়ে ইউবিসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা ঠিক বুঝেছি বলেই এটা তৈরি করছি, নইলে তৈরি করতাম না।’
ইতোমধ্যেই গেমটির ট্রেলার ইউটিউবে আপলোড করা হয়েছে। গেমারকে উৎসাহ জোগাতে পারে এমন অনেক উপাদানই গেমটিতে থাকছে। গেমে গেমারকে রোমাঞ্চকর অভিযানে বেরোতে হবে যেখানে বিপক্ষ থাকবে প্রচুর ক্ষমতাশালী রোবট।
About
খালেদ সাইফুল্লাহ নীরব
Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
0 comments:
Post a Comment