মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং গেম ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফটের গেমার কমেছে বলেই গেমটি প্রকাশক প্রতিষ্ঠান জানিয়েছে। জানা গেছে, গত তিন মাসেই এ গেমটি খেলা বন্ধ করেছেন তিন লাখেরও বেশি গেমার। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গেমটির প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গেমারদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, পরপর দ্বিতীয় মৌসুমে গেম সাবসক্রাইবারের স্যংখা কমে গেলো।
জানা গেছে, বর্তমানে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমটির সাবসক্রাইবার সংখ্যা ১ কোটি ১০ লাখ। কিন্তু গত নয় মাসে ১০ লাখ গেমার গেমটি খেলা বন্ধ করে দিয়েছেন।
গেমার কমে যাওয়া প্রসঙ্গে ব্লিজার্ডের প্রধান নির্বাহী মাইক মরহেইম জানিয়েছেন, গেমারদের সংখ্যাটি নির্ভর করে কিছুটা মৌসুমভিত্তিতে আর খেলোয়াড়দের দক্ষতার ওপর। এখন গেমাররা অনেকটাই দক্ষ হয়ে গেছেন তাই আপডেটগুলো দ্রুতই শেষ করে ফেলেন এবং সময় লাগে কম।
মাইক মরহেইম আশা প্রকাশ করেছেন, চলতি বছরের শেষদিকে যখন নতুন কনটেন্ট আপডেট করা হবে তখন আবার গেমাররা ফিরবেন।
ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমটি ২০০৪ সালে বাজারে আসে। জুলাই মাসে অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেমটির ধরন পাল্টে ফেলে এবং ২০ লেভেল পর্যন্ত বিনামূল্যে খেলার সুযোগ করে দেয়।
গেমটির প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গেমারদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, পরপর দ্বিতীয় মৌসুমে গেম সাবসক্রাইবারের স্যংখা কমে গেলো।
জানা গেছে, বর্তমানে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমটির সাবসক্রাইবার সংখ্যা ১ কোটি ১০ লাখ। কিন্তু গত নয় মাসে ১০ লাখ গেমার গেমটি খেলা বন্ধ করে দিয়েছেন।
গেমার কমে যাওয়া প্রসঙ্গে ব্লিজার্ডের প্রধান নির্বাহী মাইক মরহেইম জানিয়েছেন, গেমারদের সংখ্যাটি নির্ভর করে কিছুটা মৌসুমভিত্তিতে আর খেলোয়াড়দের দক্ষতার ওপর। এখন গেমাররা অনেকটাই দক্ষ হয়ে গেছেন তাই আপডেটগুলো দ্রুতই শেষ করে ফেলেন এবং সময় লাগে কম।
মাইক মরহেইম আশা প্রকাশ করেছেন, চলতি বছরের শেষদিকে যখন নতুন কনটেন্ট আপডেট করা হবে তখন আবার গেমাররা ফিরবেন।
ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমটি ২০০৪ সালে বাজারে আসে। জুলাই মাসে অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেমটির ধরন পাল্টে ফেলে এবং ২০ লেভেল পর্যন্ত বিনামূল্যে খেলার সুযোগ করে দেয়।
0 comments:
Post a Comment