গেম নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটি ইয়ার্ড এবং প্রকাশক অ্যাক্টিভিশন প্রথমবারের মতো কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ৩ গেমটির মাল্টিপ্লেয়ার মোডের তথ্য প্রকাশ করেছে। লস অ্যাঞ্জেলেসের কল অফ ডিউটি এক্সপি কনভেশনে এই মাল্টিপ্লেয়ার মোডের বিস্তারিত জানানো হয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গেমটির মাল্টিপ্লেয়ার মোডে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। অ্যাক্টিভিশন কর্তৃপক্ষ বলছেন, গেমটিতে ভারসাম্য আনতেই এ পরিবর্তনগুলো আনতে হয়েছে। কিলসট্রেক্সকে নতুনভাবে সাজানো হয়েছে এবং তার নতুন নামও দেয়া হয়েছে পয়েন্টসট্রেকস বলে। এখন প্লেয়ার তার নির্দিষ্ট কাজ শেষ করতে পারলে বিভিন্ন পুরস্কার বগলদাবা করার সুযোগ পাবেন। তিনটি স্ট্রাইক প্যাকেজ থেকে প্লেয়ার বেছে নেবার সুযোগ থাকছে। গেমটিতে অস্ত্রভাণ্ডারও উন্নত করা হয়েছে।
কমিউনিটির সঙ্গে শেয়ার এবং নিজস্ব গেম মোড তৈরির সুবিধা থাকবে। ফেসবুক এবং মোবাইল অ্যাপ্লিকেশন যোগ করে শেয়ার করা যাবে গেমের খুঁটিনাটি।
কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ৩ গেমটি মুক্তি পাবে ৮ নভেম্বর।
0 comments:
Post a Comment