থার্ড পারসন অ্যাকশন গেম হিসেবে ম্যাক্স পেইন গেমটি অনেক ভক্তেরই পছন্দ। আগের দুটি সংস্করণের চেয়ে আলাদা গল্প, রোমাঞ্চ আর অ্যাকশন নিয়ে আসছে ম্যাক্স পেইন থ্রিডি অ্যাকশন গেমটির তৃতীয় সংস্করণ। সম্প্রতি গেমটির ট্রেইলার এবং স্ক্রিন অবমুক্ত করেছে গেম প্রকাশক রকস্টার গেমস।
গেমটি উইন্ডোজ, মাইক্রোসফট এক্সবক্স এবং সনি প্লেস্টেশনে খেলা যাবে। এটি তৈরি করেছে রকস্টার ভ্যাঙ্কুভার।
গেমটির আগের দুটি সংস্করণ তৈরি করেছিলো ফিনিশ গেম নির্মাতা প্রতিষ্ঠান রেমিডি এন্টারটেইনমেন্ট এবং এ সিরিজটি লিখেছিলেন স্যাম লেক। কিন্তু তৃতীয় সংস্করণে লেখক এবং গেম নির্মাতা সবই পাল্টে ফেলা হয়েছে। গেমটি বাজারে আসার কথা ছিলো ২০০৯ সালের শেষদিকে। কিন্তু গেম নির্মাতারা গেমটিকে আরো উন্নত করতে সময় পিছিয়ে দেন।
সেপ্টেম্বর ১৪ তারিখে গেমটির ট্রেলার ছাড়ার পাশাপাশি গেমটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এবার মুখ খুলেছে রকস্টার কর্তৃপক্ষ। তাদের ওয়েবসাইটে গেমটি মুক্তির সম্ভাব্য সময় হিসেবে বসিয়ে দিয়েছে ২০১২ সালের মার্চ মাস।
ম্যাক্স পেইন মুভিকে কেন্দ্র করে এ গেমের কাহিনী গড়ালেও নতুন সংস্করণে কাহিনী সম্পূর্ণ পাল্টে যাবে। এবার ঘটনার কেন্দ্র নিউ ইয়র্ক নয় বরং ব্রাজিলের সাও পাওলো। আগের সংস্করণে পেইন পুলিশ হলেও এবারে তাকে প্রাইভেট গোয়েন্দা সংস্থায় কাজ করতে দেখা যাবে। পেইনের চেহারায় আসছে পরিবর্তন। তাকে এবার আরো দুর্ধর্ষ করে তুলতে মুখে দাড়ি এবং মাথায় টাক বসিয়ে দেয়া হয়েছে। নতুন গেমে একটি পরিবারকে রক্ষার গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়ে তাদের রক্ষা করাই হবে পেইনের কাজ।
ম্যাক্স পেইন গেমটির পুরোনো সংস্করণগুলোর গ্রাফিক্সকেই অনেক উন্নত বলে মনে করেন গেমাররা। ম্যাক্স পেইন ৩ গেমটি সে সুনাম রক্ষা করবে বলেই গেম নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য।
গেমটি খেলতে হলে আগামী বছরে মার্চ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment