AD

ব্লগিং এ নতুন? সফলতা চাচ্ছেন? তাহলে আপনার জন্য

নতুন ব্লগিং শুরু করছেন, অথচ বুঝতে পারছেন না কিভাবে আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করবেন। অথবা এত এত সফল ব্লগারদের মধ্যে আপনি কিভাবে সফলতা অর্জণ করবেন। ভয়ের কিছু নেই। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলুন। সফলতা আসবেই।
ব্লগ সম্পর্কে জানুনঃ বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলব ব্লগ শুরু করার পূর্বে ব্লগ সম্পর্কে ভালোভাবে জানুন, বোঝার চেষ্টা করুন আসলেই ব্লগিং আপনার জন্য উপযুক্ত কিনা, কেননা ব্লগিং করবেন আর ব্লগ সম্পর্কে ভালো ভাবে জানবেন না সেটা তো হবে চোখ থাকা সত্বেও অন্যের উপর চড়ে বসার মত । কোন কোন বিষয় জানতে হবে ? তাহলে দেখুন ঃ- (১) ব্লগ কি,(২) ব্লগিং করে লাভ কি,(৩) ব্লগিং করে কি আয় করা যায়?,(৪) ব্লগিং কিভাবে করতে হয়?, (৫) ব্লগিং করতে আপনার কি কি গুণ থাকা জরুরি,(৬) ব্লগিং কত প্রকার ও কি কি?   ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার জানা থাকা দরকার, একজন ব্লগারের সব থেকে বড় গুন যেটা থাকা দরকার তা হলে বেশি বেশি বিভিন্ন ব্লগ পড়ার অভ্যাস


২. সিদ্ধান্ত এবং পরিকল্পনাঃ বন্ধুরা মনে করুন আপনি ব্লগিং করবেন বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এবং শুধু এই জন্যই অনেক দিন ধরে বিভিন্ন ব্লগও পড়ছেন আর এখন আপনি নিজেকে এই ব্যাপারে ফিট বলে মনে করছেন, তাহলে এখন আপনাকে অত্যান্ত দক্ষতার সাথে একটি ছক তৈরি করতে হবে যেখানে থাকবে আপনার ব্লগের সকল তথ্য । জীবনের যে কোন সিদ্ধান্ত সফল করার জন্য যেমন অনেক পরিকল্পনা করতে হয় ঠিক তেমন পরিকল্পনা করুন।  কিভাবে পরিকল্পনা করবেন ? (১) আপনি কি বিষয়ের উপর ব্লগিং করবেন, আপনি আপনার নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন নাকি অন্যের সাইটে ব্লগ লিখবেন?, আপনি কি আয়ের জন্য ব্লগিং করবেন নাকি শখ মেটাতে? আমি আপনাকে একটি কথায় বলব তাহল আপনি আপনার ব্লগ টা ঐ বিষয়ের উপরেই দাড় করান যে বিষয়টা আপনি সব থেকে ভালো জানেন।
প্লাটফর্ম নির্বাচনঃ বন্ধুরা আপনাদের ২ নম্বর ধাপে বলেছিলাম আপনি আপনার নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন নাকি অন্যের সাইটে ব্লগ লিখবেন? যদি অন্যের ব্লগ সাইটে ব্লগ লেখেন তাহলে আপনার জন্য তো কোন প্লাটফর্ম নির্বাচন করার দরকার নাই কিন্তু আপনি যদি নিজের ব্লগ সাইটে ব্লগ লিখতে চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন প্লাটফর্মে ব্লগ লিখবেন। কেনান আমরা জানি যে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় দু ধরনের ব্লগিং প্লাটফর্ম আছে (১) ব্লগস্পট (২) ওয়ার্ডপ্রেস ।আপনি এই দুটির যে কোন একটি আপনার ব্লগিং এর জন্য নির্বাচন করতে পারেন । তবে আপনারা যেহেতু এই জগতে নতুন তাই আমি আপনাদের পরামর্শ দেবো যে ব্লগস্পট এর মাধ্যমে আপনার ব্লগিং জীবন শুরু করুন। তবে আমি এ কথা অস্বিকার করছি না যে  ওয়ার্ডপ্রেস বিশ্বের এক নম্বর ব্লগিং প্লাটফর্ম । কিন্তু আপনি যেহেতু নতুন একজন ব্লগার তাই আপনাকে ব্লগস্পট থেকে ব্লগিং এর জ্ঞান অর্জন করতে হবে তারপর ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে হবে কারণ ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে হলে আপনাকে ভালো মানের একজন ব্লগার হতে হবে।
সংগৃহিতঃকবির হুসাইন

Share on Google Plus

About Nerob Tuner

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment