চলতি বছরের ২০ ডিসেম্বর উত্তর আমেরিকায় প্রথম প্রকাশিত হবে গেমটি আর ২২ ডিসেম্বরে ইউরোপ অঞ্চলে গেমটি ছাড়া হবে।
গেম নির্মাতা প্রতিষ্ঠান বায়োওয়্যার-এর সহ-প্রতিষ্ঠাতা রে মাজিকা জানিয়েছেন, ‘বায়োওয়্যারের জন্য দারুন একটা সময়ে এ গেমটি তৈরি করা হয়েছে। গেমটির হাজারো ভক্তের অপেক্ষার অবসান হলো। সবাইকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ’।
গেমটি প্রথম এক মাস নির্দিষ্ট লেভেল পর্যন্ত বিনামূল্যেই খেলা যাবে। এরপর একমাস, তিনমাস এবং ছয়মাসের সাবক্রাইব করে খেলা যাবে
0 comments:
Post a Comment