AD

এলজি আনছে অপটিমাস সোল

সম্প্রতি ইলেকট্রনিক জায়ান্ট এলজি ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ তাদের স্মার্টফোনের অপটিমাস সিরিজে নতুন একটি মডেল যোগ করেছে। জানা গেছে, নতুন এ মডেলটির নাম ই৭৩০ বা অপটিমাস  সোল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলজি অপটিমাস সোল স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারেব্রড অপারেটিং সিস্টেম। এতে রয়েছে অটো শাটার এবং অটো ফোকাসসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, ইউএসবি ২.০, ওয়াই-ফাই এবং জিপিএস প্রযুক্তি।

এলজি কর্তৃপক্ষের দাবি, অপটিমাস সোল স্মার্টফোনটিতে নতুন প্রযুক্তির পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির ক্ষমতা ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত বাড়িয়ে দেবে। এ প্রযুক্তির ইউজার ইন্টারফেসে সাদা রঙের আলোর ব্যবহার কম থাকার ফলেই চার্জ নষ্ট হয়।

৯.৮ মিলিমিটার পুরু এ স্মার্টফোনটিতে রয়েছে ৩.৮ ইঞ্চি মাপের আল্ট্রা আমোলিড ডিসপ্লে; যা সাধারণ আমোলিড ডিসপ্লের তুলনায় দ্বিগুণ প্রতিফলন দেখাতে পারে। এতে আরো রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ফ্ল্যাশ ১০.১ এবং ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

এলজি অপটিমাস স্মার্টফোনটির দাম কতো হবে সে বিষয়টি এখনো স্পষ্ট কিছুই জানায়নি এলজি। তবে সেপ্টে¤^র মাসের শেষদিকে এটি বাজারে আসতে পারে বলেই জানা গেছে।
Share on Google Plus

About খালেদ সাইফুল্লাহ নীরব

Yo, I'm Nerob Tuner. I am a freelance web designer based in Dhaka, Bangladesh. When not geeking out over design, I'm likely geeking out over film, technology or pretending to play the guitar.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment